প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ২৩:৫৫
সাতক্ষীরায় কলকাতা অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার অ্যাপোলো হসপিটাল কলকাতা এ সেমিনারের আয়োজন করে।
লাইফ এন্ড হেলথ ইনফরমেশন সেন্টার সাতক্ষীরার ব্যবস্থাপনায় তুফান কনভেনশন সেন্টারে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলার সভাপতি ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ।
বক্তব্য রাখেন ভারত থেকে আগত নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ সুকরিত বোস, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শুভদীপ চক্রবর্তী, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আশফাক আহমেদ, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মনিশ কুমার জেইন, জেলা বিডিএমএএর সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিন, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফফার প্রমূখ।
জেলা বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম ডাঃ সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন তনুশ্রী বিশ্বাস।