https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গোয়ালন্দে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৬০ পরিবার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১:৩৮

শেয়ার করুনঃ
গোয়ালন্দে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৬০ পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন ১৬৯ টি গৃহহীন পরিবার। 

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীনদের এই ঘর ও জমি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উদ্বোধনের পর উপজেলার ১৬৯টি গৃহহীন পরিবারের মধ্যে ৬০টি পরিবারের সদস্যদের হাতে জমি এবং ঘরের মালিকানা সম্বলিত ফোল্ডার  করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ১০৯টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান মো.  গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ উপজেলা সকল দপ্তরের স্ব স্ব কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরও পড়ুন

বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে নিখোঁজ তৃতীয় শ্রেণীর ছাত্রী

বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে নিখোঁজ তৃতীয় শ্রেণীর ছাত্রী

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে ৮ বছর বয়সী মালিহা। সে ওই গ্রামের মৃত বাদশা খানের নাতি এবং মৎস্যজীবী মো. রাসেলের মেয়ে। মালিহা স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে মালিহা তার নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে স্রোতের টানে

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলা জামায়াতে ইসলামী অফিস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির জনাব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।  উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ

ঈদ উৎসব বঞ্চিত শহীদ হাফেজ জসিম উদ্দিনের পরিবার

ঈদ উৎসব বঞ্চিত শহীদ হাফেজ জসিম উদ্দিনের পরিবার

বরিশালের বানারীপাড়ার পূর্ব সলিয়াবাকপুর গ্রামের হাফেজ মো. জসিম উদ্দিন গত বছরের ঈদে তার স্ত্রী ও সন্তানদের জন্য নতুন পোশাক, কসমেটিক্স, খেলনা এবং নানা খাবার নিয়ে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। কিন্তু এবার ঈদের দিন তার অনুপস্থিতিতে গোটা পরিবারে বিষাদ নেমে এসেছে। স্ত্রী সুমি আক্তার, মেয়ে জান্নাত ও ছেলে সাইফ তার কবরের পাশে বারবার গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। দেড় বছর বয়সী সাইফ

বরিশালে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে যৌথ অভিযান

বরিশালে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে যৌথ অভিযান

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়েছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং সড়কে ফিটনেস সার্টিফিকেট ছাড়া পরিবহন চলাচল রোধ করার জন্য এটি বিশেষভাবে গৃহীত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও

ছেলে সন্তানের বাবা হলেও মুখ দেখা হল না সেই পুলিশ সদস্যর

ছেলে সন্তানের বাবা হলেও মুখ দেখা হল না সেই পুলিশ সদস্যর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য রনি সিকদার ছেলে সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী সুমি আক্তার একটি ছেলে সন্তানের জন্ম দেন। এই ঘটনা ঘটে রনির দাফনের মাত্র এক ঘণ্টা পরে। রনি সিকদার (২৬) গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২৮ মার্চ, রনি স্ত্রীর অস্ত্রোপচার করানোর জন্য ছুটি নিয়ে টাঙ্গাইলের গ্রামের বাড়ি যাওয়ার পথে গাজীপুরের