প্রকাশ: ৩০ জুন ২০২২, ০:১৭
মেহেরপুরের গাংনীর হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হিজুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার হাবিবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ ছিলেন।
পরে হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনি বিদায়ী শিক্ষকের দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতার জীবনী আলোচনা শেষে তাকে বিদায় দেন।