প্রকাশ: ১৬ জুন ২০২২, ০:০
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয় ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) রাতে টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট লুৎফর রহমান ভোলা ও সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলুর স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলা সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহবায়ক ও সদস্য সচিবরা হলেন- অর্জুনায় আহবায়ক নিয়ামত আলী খান, সদস্য সচিব সাইফুল ইসলাম খান দিলিপ। গাবসারায় আহবায়ক রফিকুল ইসলাম বাবলু ভূইয়া, সদস্য সচিব খন্দকার আক্তার হোসেন। ফলদায় আহবায়ক আ: হান্নান মিয়া, সদস্য সচিব শাহ্ জালাল তালুকদার শিমু। গোবিন্দাসীতে আহবায়ক হাফিজুর রহমান শাহিন, সদস্য সচিব মাকসুদ জামিল মিন্টু। অলোয়ায় আহবায়ক কামরুল হাসান, সদস্য সচিব এডভোকেট শামীম আল মামুন খাসনবীস। নিকরাইলে আহবায়ক এডভোকেট সাইফুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন মন্ডল।