প্রকাশ: ৯ জুন ২০২২, ৩:৩৯
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলামের বিদায় ও নবাগত শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) ৩টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলার পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, ম্যানেজিং কমটিরি সদস্য মোঃ রফিকুল ইসলাম মনি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাবিবুর রহমান সংগ্রাম। দোয়া পরিচালনা করেন সিনিয়র ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার (৩১ মে) ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ( মাউশি) এর এক প্রজ্ঞাপনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত ১০ কর্মকর্তাকে বদলি করেন।
এতে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলামকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এবং নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানকে ভূঞাপুর উপজেলায় বদলি করা হয়েছে।