প্রকাশ: ৩১ মে ২০২২, ০:২৯
বরিশাল নগরীতে অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
মঙ্গলবার সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডের চৌমাথা পুলের দক্ষিণপারে খুপরি ঘরে বসবাসরত বৃদ্ধ দম্পতি হাসিনা বেগম ও মোতালেব হাওলাদারকে দেখতে ছুটে আসেন তিনি।
এসময় তাদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে।