প্রকাশ: ১৬ মে ২০২২, ২:২৮
পটুয়াখালীর কুয়াকাটার পার্শবর্তী ইউনিয়ন লতাচাপলী ও ধুলাস্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের দুই প্রার্থী সাবেক চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা ও মোদাচ্ছের হাওলাদার সোমবার বর্ধিত সভার মধ্যদিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে।
ৎ
আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে ১৬ ই মে (সোমবার) দুপুরে লতাচাপলী ইউনিয়ন পরিষদ কার্য্যালয় প্রাঙ্গনে এক বর্ধিত সভার আয়োজন করে। ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মিদের ব্যাপক উপস্থিতিতে বর্ধিত সভা কর্মী সভায় পরিনত হয়।
লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান বিশ^াস’র সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী ৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব এমপি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম, পটুয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান পরভেজ, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, সহ সভাপতি উপ অধ্যক্ষ শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আঃ বারেক মোল্লা, নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আনছার উদ্দিন মোল্লা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ ইউসুফ আলী। এছাড়াও ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিসহ প্রায় দেড় হাজার মানুষ সভায় অংশগ্রহন করে। বর্ধিত সভা সঞ্চালনা করেন লতাচাপলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক রিয়াজ মোর্শেদ।
এরপরে বিকাল ৪ টায় ধুলাস্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইউনুস দালালের সভাপতিত্বে আলহাজ¦ জালাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। এ বর্ধিত সভার মধ্যদিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোদাচ্ছের হাওলাদার।
বর্ধিত সভায় বক্তারা বলেন, তৃনমুল নেতাকর্মিদের মতামতের ভিত্তিতে নৌকা প্রতীকের প্রার্থী চুরান্ত করা হয়েছে। নৌকা আওয়ামী লীগের মার্কা, শেখ হাসিনার নৌকা। তাই নৌকা প্রতীকের প্রার্থীকে আগামী ১৫ জুনের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে দলীয় নেতাকর্মিদের সকল বেদাবেদ ভূলে গিয়ে একত্রে কাজ করতে হবে।
এসময় বক্তারা আরও বলেন, যে সকল নেতাকর্মিরা নৌকার লোক দাবী করেন অথচ নৌকার বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তারা আরও বলেন, বিএনপি জামাত সহ বিভিন্ন দল থেকে এসে কতিপয় সুবিধাবাদী লোক নৌকায় যোগ দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করে এবং সুযোগ পেলে নৌকার বিরোধিতা করে তাদের প্রতি সজাগ দৃস্টি রাখার আহবান জানান উপস্থিত নেতাকর্মিরা।