প্রকাশ: ৫ মে ২০২২, ২৩:৫৭
শত কষ্ট করে ঈদের আনন্দ ভাগাভাগী করতে নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।
বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ও যানবাহনের ভিড় বাড়তে থাকে।
সরজিমনে বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, কর্মস্থলে ফেরা রাজধানীগামী মানুষগুলো দূরপাল্লার বাস, মাহিন্দ্র, ব্যাটারি চালিত অটোরিকশাযোগে ঘাটে এসে ফেরি ও লঞ্চে নদী পার হচ্ছে এবং ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত ১ কিলোমিটার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে।
এদিকে যাত্রী পারাপার নির্বিগ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২২টি লঞ্চ চলাচল করছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার মো. নুরুল আলম মিলন।
মাগুরা থেকে আসা ঢাকাগামী যাত্রী বিল্লাল খন্দকার বলেন, আমি একটি সফটওয়্যার ফার্মে চাকরি করি। ছুটি এবার অনেক কম পেয়েছি, শনিবার থেকেই অফিস খোলা তাই আজই চলে যাচ্ছি। কাল আবার সড়কে অনেক চাপ হতে পারে। এজন্য আগেই ভোগান্তি ছাড়া চলে যাচ্ছি।
(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, "বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপারে ২১টি ফেরির মধ্যে ছোট-বড় মিলিয়ে ১৯টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বাড়ার সাথে সাথেই বাকি ২টি ফেরি বহরে যুক্ত হবে। এবার ঈদের আগে অধিকাংশ যাত্রীই ভোগান্তি ছাড়া নদী পার হয়ে বাড়ি ফিরেছেন। আশা করছি ঈদের পরেও ঘাটে কোন ভোগান্তি ছাড়াই মানুষ কর্মস্থলে যেতে পারবে। আমরা সর্বক্ষনিক ফেরি ঘাটে নজরদারি করছি।