প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ২:৩০
আশ্বাসের পরিপ্রেক্ষিতে দিনাজপুরে হঠাৎ করে ডাকা সকল রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী।
জানা যায়, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে এক যাত্রীকে বাসে তুলে নেন এক বাস হেলপার। এ নিয়ে স্ট্যান্ডে থাকা সিএনজিচালকরা ওই হেলপারকে মারধর করেন। পরে বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডাবলু এগিয়ে এলে তাকে মারধর করা হয়।
অপরদিকে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে বেশি ভাড়া আদায়ের অভিযোগে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মাইনুদ্দিনসহ ৭ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। দুটি ঘটনার প্রতিবাদ জানিয়ে পরিবহন ধর্মঘট শুরু করেছ পরিবহন শ্রমিকরা।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে দিনাজপুর বাস টার্মিনালসহ বিভিন্ন সড়কে বাস-ট্রাক দিয়ে আড়াআড়িভাবে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে মহাসড়কসহ কয়েক সড়কের দুইপাশে আটকা পড়ে শত শত পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহন। এতে বৃহস্পতিবার ভোর থেকে বাসস্ট্যান্ডে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিবহন না পেয়ে দূর-দূরান্তের যাত্রীদের অনেকে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।
দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ডে পারভেজ বলেন, বৃহস্পতিবার সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস নেই। পরে কেন্দ্রীয় বিআরটিসি বাস ডিপো ও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে জানতে পারি তারাও গাড়ি চলাচল বন্ধ রেখেছে। আমাকে জরুরিভাবে ফুলবাড়ি যেতে হবে। বিকল্প কোনো যানবাহনও পাচ্ছি না।
ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন বিআরটিসি ট্রাক চালক শাহজাহান। কিন্তু অবরোধে আটকা পড়েন তিনি। শাহজাহান বলেন, রাত দেড়টা থেকে আটকে আছি। ঢাকায় চাল নিয়ে যেতে হবে। কখন যে সড়ক অবরোধ তুলে নেওয়া হবে, তাও জানি না।
এ বিষয়ে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, প্রশাসনের সাথে আলোচনায় এক শ্রমিক নেতাকে মারধর ঘটনায় আসামিদের গ্রেফতার এবং আটক সাতজনকে মামলা থেকে অব্যাহতির আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এতে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।