প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ২৩:৫১
মাদারীপুরের কালকিনিতে ভ্যান উল্টে গিয়ে রমজান কবিরাজ (১২) ও রিফাত হোসেন (১১) নামে ২ সহপাঠীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় ইব্রাহিম(১২) নামে আরেকজন আহত হন।
নিহত রমজান কবিরাজ কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার জামাল কবিরাজের ছেলে ও রিফাত হোসেন একই এলাকার মনজুর হোসেনের ছেলে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইশতিয়াক আশফাক রাসেল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রমজান, রিফাত ও ইব্রাহিম নামে ৩ সহপাঠী রাতে ভ্যানে করে ঘুরতে ছিল। হঠাৎ একটি কুকুর দৌড়ে ভ্যানের চাকার নিচে চলে যায় এবং ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এসময় রমজান ও রিফাত ভ্যানের নিচে চাঁপা পরে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রমজান ও রিফাত কে মৃত ঘোষণা করেন এবং আহত ইব্রাহিমকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ বর্ণালী রায় জানান,দুর্ঘটনার স্বীকার তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।তাদের মধ্যে দুইজনের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। অপরজনকে চিকিৎসা প্রদান করা হয়েছে।