প্রকাশ: ৬ মার্চ ২০২২, ২৩:৫৯
ঢাকার সাভারে নাভানা ফার্নিচার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
রোববার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ৪টা ১৫ মিনিটে নাভানা ফার্নিচারের আগুন লাগার খবর পাই আমরা। পরে আমাদের পাচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে যায়। পরে আরও ইউনিটের প্রয়োজন হলে ট্যানারি ফায়ার ইউনিট আসবে। তবে আগুনের সবশেষ অবস্থার বিষয়ে আমার জানা নেই।