প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ৩:১৭
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৪১টি ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুছ ফারুকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাইন উদ্দিনসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।