প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৩
সারা দেশের মতো বরিশালেও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিন-উল-আহসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার), রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ, র্যাব-৮, সিআইডি বরিশাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপি ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনীর আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহিদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মুশফিকুর রহমান,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, কামরুল আহসান, যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কোষাধক্ষ্য বশির আহমেদ, সাবেক কোষাধক্ষ্য আরিফ সুমন, দপ্তর সম্পাদক রাসেল হোসেন, সদস্য মহসিন সুজন, আবুল বাশার, প্রদীপ উকিল, জিয়াউল করিম মিনার, এন আমিন রাসেল, টিটু দাস, পান্নু মোল্লা, আমিন শুভ প্রমুখ।
অপরদিকে সোমবার সকাল ১১টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার), এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম সহ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, কোমলমতি শিক্ষার্থী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।