প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ৩:১৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকায় মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে এক শিশু অভিমান করে দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার অতুল সাহার ছেলে অঙ্কন সাহা (১২) নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।সে স্থানীয় ভৃঙ্গরাজ তালেবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছিল ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই দিন উপজেলার বড়ইতলী এলাকায় অতুল চন্দ্র সাহার ছেলে অঙ্কন মা ও চাচীর কাছে হাত খরচের জন্য ৫০ টাকা চায়। তারা কেউ তাকে ওই টাকা দেয় না। পরে মা চাচীর সাথে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়। অনেক ডাকাডাকির পর পরিবারের লোকজন দড়জা ভেঙে ভেতরে গিয়ে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
কালিয়াকৈর উপজেলা শ্রীফতলী ইউনিয়নের স্থানীয় মেম্বার মোঃ উজ্জল হোসেন ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন ।