প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ২:১৩
টেকনাফ উপজেলার একজন ব্যারিষ্টার ও তিন জনপ্রতিনিধি কে সম্মননা স্মারক প্রদান করেছে ৯৮ ব্যাচ বন্ধুরা। ২৯ জানুয়ারি (শনিবার) প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ব্লু-মেরিন চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা স্বারক প্রদান করা হয়। তারা হচ্ছে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচ ও টেকনাফ উপজেলার প্রথম ব্যারিষ্টার আবু শাহেদ আনচারী। তিনি যুক্তরাজ্য লিংকন্স ইন থেকে ব্যারিষ্টার এট ল ডিগ্রী অর্জন করেন।
এছাড়া ২ নং নীলা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের টানা তিনবার নির্বাচিত মেম্বার মোহাম্মদ আলী, টেকনাফ পৌরসভার ৪ নং ওয়ার্ডের ২য় বার নির্বাচিত কাউন্সিলর হোছন আহমদ ও ৬ নং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ খোরশেদ আলম। তারা সকলে এসএসসি ১৯৯৮ ব্যাচ বন্ধু।
৯৮ ব্যাচ এর বন্ধু শাহাদত হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক আমান উল্লাহ কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যারিষ্টার আবু শাহেদ আনচারী, মোঃ আলী মেম্বার, মোঃ খোরশেদ আলম, ফেনী থেকে আগত বন্ধু আনোয়ার হোসেন ভুঁইয়া, কক্সবাজারের মাহমুদা মুন্নী, এড. আবদু শুক্কুর, মোঃ ইসমাইল, মোঃ কাইয়ুম, মিছবাহ প্রমুখ।
অনুষ্ঠানে বন্ধুরা বলেন, টেকনাফে ৯৮ ব্যাচ থেকে একজন প্রথম ব্যারিষ্টার ও তিন জন জন প্রতিনিধি পাওয়া সৌভাগ্যের বিষয়। তাদের কে নিয়ে ৯৮ ব্যাচ গর্বিত। বন্ধুত্ব হচ্ছে একে অন্যের সুখে-খুশিতে লাফিয়ে ওঠা, একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানো। মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি। খাওয়া আর চুড়ান্ত পাগলামি করার একমাত্র আধার হচ্ছে 'বন্ধুত্ব'। বন্ধুত্ব কোনো বয়স মেনে হয়না। তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই তা হল 'ভালোবাসা'। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত বন্ধুত্বকে হৃদয়ে বন্ধনে আবদ্ধ রাখার জন্য ভবিষ্যতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। যে সকল বন্ধু সাফল্য বয়ে আনবে তাদের পাশে ৯৮ ব্যাচ থাকবে।
এছাড়া অনুষ্ঠানে অকালে চলে যাওয়া দুই বন্ধু টেকনাফের জহির আহমদ ও নীলার রিদুয়ানুল হকের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকার বন্ধু খোরশেদ আলী, আসাদুজ্জামান রিয়াদ, আব্বাস উদ্দিন, নুরুল আমিন, মো. ইয়াকুব, কামাল উদ্দিন, আবদুল আজিজ, মো. ইসমাইল, নুরুল মোস্তফা, মো. কলিম, নুর মোহাম্মদ সাগর, সৈকত, মো. ইউসুফ, মাসুদ, ইউনুছ, মো. ইব্রাহীম লাদেন, জুলফিকার আলী ভুট্টো, শিমুল চন্দ্র ধর, মোঃ ইলিয়াছ, দুলাল কান্তি দে, নুরুল আমিন, জালাল উদ্দিন, দেলোয়ার হোসেন দিলুসহ অন্যান্য ৯৮ ব্যাচের বন্ধুরা।
পরে কক্সবাজারের সাদা-কালো ব্যান্ড দল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।