https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে নাকাল বাসযাত্রীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১:৮

শেয়ার করুনঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে নাকাল বাসযাত্রীরা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজটে নাকাল হয়েছেন হাজার হাজার যাত্রী ও গাড়ি চালকরা।

শনিবার দুপুর ১২টার দিকে মহাসড়কে সংস্কার কাজের কারণে এ যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট ছিলো। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, সড়কে সংষ্কার কাজের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলাধীন মহাসড়কের জোড়আমতল কেডিএস লজেস্টিক ডিপোর সামনে চট্টগ্রামমুখী সড়কে সংস্কার কাজ শুরু করে সওজ। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এলাকায় তাদের এ কাজ শুরু হলে সড়কে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন একটি সড়কে চলতে থাকে। এতে তীব্র যানজট সৃষ্টি হলে তা কুমিরা থেকে সলিমপুর পর্যন্ত ২০ কিলোমিটারেরও বেশি পথে ছড়িয়ে পড়ে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সীতাকুণ্ড পৌর সদরের বাসিন্দা মহাসড়কের এক কারচালক আলতাফ হোসেন জানান, তিনি চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে ফেরার পথে বিকেল ৪টায় যানজটের কবলে পড়েন। ৪৫ মিনিটে তার গাড়ি মাত্র এক কিলোমিটার পথ পার হতে সক্ষম হয়। তীব্র যানজটে গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে। বিকাল ৫টায়ও যানজট ছাড়েনি।

সওজ ও জনপথ অধিদপ্তর সীতাকুণ্ডের উপ-প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, সড়কের ১৫০ মিটারের মতো অংশ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সংষ্কার করা হয়েছে। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। এই কাজে ৪ ঘণ্টার মতো সময় লেগেছে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আজমিরীগঞ্জে পানির সংকট: জনগণের দুর্ভোগ চরমে

আজমিরীগঞ্জে পানির সংকট: জনগণের দুর্ভোগ চরমে

তীব্র তাপদাহে আজমিরীগঞ্জ উপজেলায় পানির সংকট বেড়ে গেছে। দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার অধিকাংশ সাধারণ পাম্প ও টিউব ওয়েল থেকে পানি উঠছে না। এ কারণে উপজেলার মানুষের মধ্যে সুপেয় পানির জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। খাল-নালা এবং বেশিরভাগ পুকুর ও জলাশয়ের ভরাট হওয়ায় পানি সংকটের সমস্যা আরও ঘনীভূত হয়েছে। স্থানীয়দের মতে, দাবদাহ, বৃষ্টি না হওয়া, পুকুর

ঈদের ছুটির শেষ দিনে জামালপুরে বাস সংকট, ভাড়া দ্বিগুণ

ঈদের ছুটির শেষ দিনে জামালপুরে বাস সংকট, ভাড়া দ্বিগুণ

আজ ঈদের ছুটির শেষ দিন হওয়ায় জামালপুর বাসটার্মিনালে হাজারো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ছুটি শেষে কাল থেকে দেশের সকল অফিস-আদালত, পোশাক কারখানা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। ফলে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের উদ্দেশ্যে ছুটে আসা যাত্রীদের জন্য বাসের চাহিদা অনেক বেশি হলেও বাসের সংখ্যা ছিল কম, যার ফলে যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে। জামালপুর বাসটার্মিনালে সকাল থেকেই

আজমিরীগঞ্জ-মিঠামইন কাঁচা বাঁধে জনগণের দুর্ভোগ

আজমিরীগঞ্জ-মিঠামইন কাঁচা বাঁধে জনগণের দুর্ভোগ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রাম এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাহেরচর গ্রাম সংযোগের একমাত্র পথ হচ্ছে বছিরা নদীর উপর নির্মিত একটি কাঁচা বাঁধ। এটি একটি অস্থায়ী ব্যবস্থা, যেখানে নদীর তলদেশে মাটি ফেলে বাঁধ তৈরি করা হয়েছে এবং পানি প্রবাহের জন্য কিছু জায়গা খোলা রাখা হয়েছে। কিন্তু এই ব্যবস্থা স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত অপ্রতুল এবং দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ

জামালপুরে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

জামালপুরে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

জামালপুরে মঙ্গলবার (০৪ মার্চ) থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে গণপরিবহন ধর্মঘট। এতে শহরের সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে সকল ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে, যা সাধারণ মানুষের চলাচল কার্যত অচল করে দিয়েছে। সোমবার (০৩ মার্চ) দুপুর থেকেই বাস এবং সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ধর্মঘটের কারণে জামালপুরের সড়ক যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং

শ্রীমঙ্গলে লেবু, কলা, শশা ও ফলের বাজারে আগুন

শ্রীমঙ্গলে লেবু, কলা, শশা ও ফলের বাজারে আগুন

পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের ওপর নানা ধরণের ছাড় দেওয়া হলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশ। এই মাসকে ঘিরে দেশের অতি মোনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। এবারের রমজানেও বাজারে একই চিত্র বিরাজ করছে। রমজানের শুরুতেই চারগুণ বেড়েছে লেবুর দাম। ফলে ইফতারের সময় লেবুর শরবতে গলা ভেজাতে কষ্ট হচ্ছে নিন্ম ও মধ্যভিত্ত অনেক রোজাদারের।   দুই