https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বরিশালে দূরপাল্লার বাসে চালকের আসনে হেলপার, তিন অটোরিক্সা চাপা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০:৮

শেয়ার করুনঃ
বরিশালে দূরপাল্লার বাসে চালকের আসনে হেলপার, তিন অটোরিক্সা চাপা

বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে ওই তিনটি গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে এতে কেউ নিহত হয়নি। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন জানিয়েছেন, এক্সপ্রেস নামের একটি গাড়ির হেলপার থামিয়ে রাখা সাকুরা পরিবহনের বাস চালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে গাড়ি তিনটি দুমড়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত হেলপার জীবন ও সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৪৫৩৬) বাসটি আটক করা হয়েছে। সাকুরা পরিবহনের গাড়ির যাত্রীদের আরেকটি গাড়িতে করে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রতন (৫০), খুলনা জেলার খালিসপুরের শাহরিয়ার (২৮) এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলার বেল্লাল (৩৫)।আহত তিনজনের মধ্যে একজনের পা ভেঙে গেছে, বাকি দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সাকুরা পরিবহনের বরিশাল কাউন্টার ম্যানেজার আনিসুর রহমান জানান, সাকুরা পরিবহনের ড্রাইভার গাড়ি থামিয়ে একটি দোকানে চা খাচ্ছিল। হেলপার বক্সে যাত্রীদের মালামাল তুলছিল। তখন বরিশাল এক্সপ্রেস নামের গাড়ির হেলপার সাকুরা পরিবহনে উঠে গাড়িটি চালানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িকে চাপা দিয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানিয়েছেন, নথুল্লাবাদ থেকে এখন বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে সাকুরা বাসটি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

মুগদায় গ্রীন মডেল টাউনে ডাকাতি: চারজন আহত, টাকা ও স্বর্ণালংকার লুট

মুগদায় গ্রীন মডেল টাউনে ডাকাতি: চারজন আহত, টাকা ও স্বর্ণালংকার লুট

রাজধানীর মুগদা এলাকার গ্রীন মডেল টাউনের একটি আবাসিক ভবনে গত রোববার (৬ এপ্রিল) গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চারটি ফ্ল্যাটে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে, এবং এতে ভবনটির দুই ফ্ল্যাট মালিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর।  গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান জানান, রাত ৩টার দিকে ওই ভবনের মালিক হুমায়ূন

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া রেলস্টেশনে রাজধানী আবাসিক হোটেল হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার  সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে।  অপহরণের দায়ে গ্রেফতারকৃত আসামি ৩ জন হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারী পাড়া

বরিশালে কচুরিপানায় লাশ উদ্ধার, রহস্য উন্মোচন ॥ দুই আসামী গ্রেফতার

বরিশালে কচুরিপানায় লাশ উদ্ধার, রহস্য উন্মোচন ॥ দুই আসামী গ্রেফতার

বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর দ্রুত তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. হাসান প্যাদার বেতনের টাকা ও মোবাইল ফোনের লোভেই তাকে হত্যা করা হয়েছে। হাসান বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরিতে

দৌলতদিয়ায় হেরোইন সহ গ্রেফতার কারবারী

দৌলতদিয়ায় হেরোইন সহ গ্রেফতার কারবারী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদককারবারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মো. মাদার কাজীর ছেলে মোঃ হায়াত কাজী (২২)।   থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা  সঙ্গীয় ফোর্স সহ শনিবার রাত ১১ টার দিকে

মৌলভীবাজারে সন্তানের হাতে খুন হলেন বাবা!

মৌলভীবাজারে সন্তানের হাতে খুন হলেন বাবা!

মৌলভীবাজারের শ্যামেরকোনা গ্রামে এক মর্মান্তিক পিতৃহত্যার ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে জন্মদাতা বাবা মুসলিম মিয়াকে (৪৭) নির্মমভাবে হত্যা করেছে তারই ছেলে মুন্না মিয়া (২৩) ও মেয়ে মুন্নি আক্তার (২১)। ঘটনাটি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে ঘটেছে। প্রাথমিকভাবে জানা যায়, সন্ধ্যায় পারিবারিক বিরোধের এক পর্যায়ে মুন্নি আক্তার ও মুন্না মিয়া তাদের বাবাকে দা দিয়ে কুপিয়ে