প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ২৩:১১
পটুয়াখালীর কুয়াকাটায় ৬ মন জাটকা ইলিশসহ দুই লাখ মিটার কারেন্ট জাল ও ৪ টি বের জাল জব্দ করেছে নৌ-পুলিশ। শুক্রবার রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি পুলিশ।
শুক্রবার রাতেই কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে এসব মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। জব্দকৃত জাল নৌ-পুলিশ ফাঁড়ির সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। অবৈধ জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।