প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ১৭:৫০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে ময়মনসিংহের ফজিলা খাতুন (৮৫) নামে একজন করোনা আক্রান্তে মারা যায়। করোনা উপসর্গে মারা গেছেন আরো তিনজন।
এরা হলো, ময়মনসিংহের আবুল হাসেম (৪০), মো. আলম (৪৫) এবং তারাকান্দা উপজেলার আবুল হোসেন (৮৫)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানিয়েছেন, ২৩ জন নতুন ভর্তিসহ ৮৯ জন চিকিৎসাধীন আছেন।
আইসিউতে আছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৮৫১ টি জনের নমুনা পরীক্ষা করে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।