প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ২৩:৩
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. আরিফুল হক মৃদুল।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ( পি,এ,এ), সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মো.মাসুদুর রহমান মজুমদার, প্রবীণ সাংবাদিক মো. আয়ুইব খান,
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেবসহ সরাইল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সরাইল আইন-শৃংখলা পরিস্থিতি, প্রসবকালে অদক্ষ ধাত্রীর হাতে মারা যাচ্ছে শিশু বা মা, সরাইল উপজেলার অরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী এবং সংযুক্ত খালের অবৈধ দখল উচ্ছেদ এবং দুষণরোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা, মাধ্যমিক ৪ শিক্ষা প্রতিষ্ঠানে মামলার কারণে পাঠদান সহ নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে বলে নিয়ে বিশদ আলোচনা হয়।