প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ২:৫৮
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনা,পথ সভা শেষে বাড়ি ফেরার পথে দূবৃর্ত্তদের ককটেল হামলায় নৌকার প্রার্থী শ্যামলী রানী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২১ নভেম্বর) রাত ১০টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্মশান ঘাট এলাকার চৌরাস্তার মোড়।
ককটেল হামলায় আহত হয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে একটি মাইক্রোবাস যোগে কর্মী ও স্বজনরা কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এসময় বেশ কয়েকজন আওয়ামীলীগের নেতা কর্মী সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে।হাসপাতালে ভর্তি শ্যামলী রানী অধিকারী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা নিয়ে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।
হামলার খবর পেয়ে কৃষ্ণনগরে বাজারে টহলরত থানার উপ পরিদর্শক অহিদুর রহমান এবং এ,এস,আই ইব্রাহীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে ঘিরে ফেলে থানায় খবর দেয়। খবর পেয়ে অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একটি পুলিশ ভ্যানযোগে পুলিশ ঘটনাস্থলে যেয়ে বিস্ফোরিত কাঁচের খন্ড অংশ সহ বেশ কিছু জালের কাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে ঘটনার সত্যতা জানার জন্য হাসপাতালে ভর্তি নৌকার প্রার্থী শ্যামলী রানী কে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান রবিবার রাতে নেঙ্গী হতে প্রচারনা শেষে বাড়ি ফেরার পথে শ্মশান ঘাট এলাকায় পৌছানো মাত্র আমার প্রতিপক্ষ প্রার্থীর সন্ত্রাসী বাহিনী আমার উপর বোমা হামলা করলে আমি আহত এবং অজ্ঞান হয়ে পড়ি।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান কৃষ্ণনগরের ককটেল হামলার ঘটনার তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।