প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ০:২৪
উদ্যোক্তা নারীদের উৎপাদিত ও তৈরীকৃত পন্য সামগ্রী বাজারজাত করনের লক্ষ্যে সরকার আইজিএ প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে নারীদের জন্য সেলস ও ডিসপ্লে সেন্টার বাস্তবায়ন করছে।
নগরীর হাসপাতাল রোড ঝাউতলা দ্বিতীয় গলির বিপরীতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় আইজিএ সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন,
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ অফিসার সাজ্জাদ পারভেজ, সনাক’র জেলা সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক রাশিদা বেগম, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।