প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ২৩:৪০
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ১১ নভেম্বর) ২০২১ (এআইজিএ) : বিকল্প আয়বর্ধক হিসেবে ছাগল পেয়েছেন উপজেলার ২০ জেলে পরিবার। বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিসের সামনে এসব ছাগল বিতরণ করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।
এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া। উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবদুস ছালাম,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা মৎস্য অফিস সহকারী মো. জসিম উদ্দিনসহ এ সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, সরকার মৎস্যজীবীদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বিকল্প আয়বর্ধক হিসেবে জেলেদেরকে ছাগল দেয়া হচ্ছে। ছাগল পালন করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।