https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিএমপি’র প্রত্যেক থানা যেন পুলিশ কমিশনারের কার্যালয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ২৩:৯

শেয়ার করুনঃ
বিএমপি’র প্রত্যেক থানা যেন পুলিশ কমিশনারের কার্যালয়

বরিশাল মেট্রোপলিটন চারটি থানা যেন প্রতি মাসের নির্দিষ্ট তারিখে পুলিশ কমিশনার কার্যালয় হয়ে ওঠে। কেননা প্রতি মাসের নির্দিষ্ট তারিখে প্রতিটি থানায় অনুষ্ঠিত হয় ওপেন হাউজ ডে অনুষ্ঠান। যে অনুষ্ঠানে পুলিশ কমিশনারসহ মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে আপামর জনসাধারণের কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন। এছাড়া সমাজের অবহেলিত ভুক্তভোগী যারা সহজেই তাদের নানান অভিযোগের কথা সরাসরি বলতে পারেন। আর বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) এর উপস্থিতিতে শুধু তাদের পারিবারিক, সামাজিক সমস্যার কথা-ই নয়, পুলিশ সদস্যদের বিরুদ্ধেও যদি কোন অভিযোগ থাকে তা বলতে নির্দিধায় বলতে পারছে। প্রত্যেক মাসের নির্দিষ্ট তারিখে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সাধারণ মানুষ তাদের নানান অভিযোগ, সমস্যা বলতে পারায় তারাও খুশি।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সাধারণত তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শোনা হয়। যেমন: ভুক্তভোগীর কথা, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ এমনকি কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি শুনে সে অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) কাউনিয়া থানায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অনুষ্ঠাতে প্রধান অতিথি বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আমরা প্রো-একটিভ পুলিশ, সামাজিক শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের সুনাগরিকদের সহযোগীতায় আগুয়ান ভুমিকায় কাজ করে থাকি”। “আমরা চাকুরী সুবাদে এখানে এসেছি। এ সমাজ আপনাদের, সমাজের সর্বস্তরের সুনাগরিকদের সহযোগিতায় আমরা সামাজিক ভারসাম্য রক্ষায় সমাজে বসবাসরত প্রতিটি পরিবারের দ্বারে দ্বারে গিয়ে শান্তি স্থাপন করে থাকি। প্রধান অতিথি আরো বলেন, ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কে সমাজপতি আর কে সাধারণ এখানে সেধরণের কোন ভেদাভেদ নেই। প্রান্তিক মানুষের নিরাপত্তার চাহিদা পূরণই আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আপনার সন্তানকে আইনমান্যাকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা স্কুল ভিজিটিং প্রোগ্রাম, কমিউনিটি পুলিশিং, বিট পুলিং সভা ও সচেতনতামূলক কার্যক্রমগুলো শুরু করেছি। তবে আপনার সন্তানের গতিবিধি পর্যবেক্ষণে রাখুন। সকলের সজাগ আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে সমাজের যাবতীয় কুকর্মের বিষবাষ্প নিরাময় করে নিরাপদ মেট্রোপলিটন এলাকা উপহার দেয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন বিএমপি কমিশনার।

গভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ এনামুল হক বলেন, মাদক সহ সকল অশুভের নিরাময়ে সামাজিক শক্তি কাজে লাগাতে হবে, সামাজিকভাবে জোড়ালো ভূমিকা রাখতে হবে। জনগণের দোরগোড়ায় উত্তম, নির্ভেজাল সেবা নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা পেলে এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই তা নির্মূল করা সম্ভব। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম বলেন, এই ওপেন হাউজ ডে  যেকোন অভিযোগ অনিয়ম জানানোর সুবর্ণ সময়। প্রতিটি সমস্যার নির্ভেজাল সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সমাজের নানাবিধ অপরাধ ও চুরি বন্ধে ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সতর্ক থেকে শান্তি স্থাপনে পুলিশকে সহযোগিতার আহবান জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট এন্ড কাউনিয়া থানা) মোঃ রবিউল ইসলাম শামীম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) বিদ্যুৎ চন্দ্র দে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছগির হোসেনসহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটায় চার তারকা মানের হোটেল 'জানা' নির্মাণে এলায়েন্স বিল্ডার্স

কুয়াকাটায় চার তারকা মানের হোটেল 'জানা' নির্মাণে এলায়েন্স বিল্ডার্স

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রের কোল ঘেঁষে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ চার তারকা মানের আবাসিক হোটেল ‘জানা’। ঢাকার অভিজাত নির্মাণ প্রতিষ্ঠান এলায়েন্স বিল্ডার্স এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে। হোটেলটির নির্মাণ কাজ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং প্রাথমিক পর্যায়েই ১ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।   হোটেল 'জানা' নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় চারশো কোটি টাকা। এলায়েন্স বিল্ডার্সের পক্ষ থেকে জানানো

খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে ২২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা বালতির পানিতে ডুবে মারা যায়। শনিবার (২৬ এপ্রিল) সকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এই বিষয়টি নিশ্চিত করেন।  নিহত শিশুর নাম আলফাজুল ইসলাম। সে উপজেলার চরজুবলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন বাড়ির মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে। ঘটনার দিন, শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত

রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত

রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত

শনিবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ যাত্রী প্রাণ হারিয়েছেন। চেয়ারম্যানপাড়া এলাকায় একটি পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা বিধ্বস্ত হয়।   কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।   স্থানীয় সূত্রে জানা যায়, সকালের ব্যস্ত সময়ে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা জামায়াতের লক্ষ্য: মাসুদ সাঈদী

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা জামায়াতের লক্ষ্য: মাসুদ সাঈদী

পিরোজপুরে জামায়াতে ইসলামী নেতার গণসংযোগে দেশ পরিচালনার উদ্দেশ্য তুলে ধরলেন মাসুদ সাঈদী পিরোজপুরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্যোগে শুক্রবার গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। এই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের রাজনীতি ও দলটির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ৫৩ বছরে বিভিন্ন

মৌলভীবাজারে সরকারি জমি দখল ও মাটি কাটার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে সরকারি জমি দখল ও মাটি কাটার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল এবং মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে এ রায় দেন। অভিযুক্ত ব্যক্তি মোঃ আবুল কাসেম (৩০), যিনি সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামের আকলু মিয়ার ছেলে।   পুলিশের সূত্রে জানা যায়, আবুল কাসেম অবৈধভাবে সরকারি জমি দখল