প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৭:৫১
বরিশালের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য রাসেল হালদারকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে চরবাড়িয়া গাজীর খেয়াঘাট সংলগ্ন বাসার পাশে বিল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি দেশি অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।