প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ২:৪
মুলাদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারালেন প্রবাসীর স্ত্রী ! জানাগেছে, মুলাদী পৌর সভার ৪নং ওয়ার্ডের আবুল হোসেন হাওলাদারের মেয়ে ও কুয়েত প্রবাসী আলাম বয়াতীর স্ত্রী তাজবিন জাহান গত ৩ অক্টোবর সকাল ১০টায় বাড়ী থেকে ২লক্ষ ৭হাজার টাকা নিয়ে জনতা ব্যাংক মুলাদী শাখা থেকে আরও ৩লক্ষ টাকা উত্তোলন করেন। মোট ৫লক্ষ ৭হাজার টাকা নিয়ে চাচাকে দেয়ার উদ্দেশ্যে রওয়ানা করলে অজ্ঞান পার্টির ৩ ব্যক্তি তার পিছু নেয়।
তাজবিন জাহান মুলাদী সিনেমা হলের সামনে আসলে সেই ৩জন লোকের মধ্যে একজন তাকে জিজ্ঞেস করে বনফুলের মিষ্টির দোকানটি কোথায়। অপর একজন ব্যক্তি মোবাইল পরে যাওয়ার বাহানা দেখিয়ে তার হাতে থাকা একটি প্লাষ্টিক সিমেন্টের মুখ বাধা বস্তা তাকে ধরতে বলেন। এর পরপরই তিনি অচেতন হয়ে যান বলে জানান তাজবিন জাহান। তাজবিন জাহান অজ্ঞান হয়ে পরলে তার সাথে থাকা ৫লক্ষ ৭হাজার টাকা, এক জোড়া কানের দুল, আংটি, একটি এন্ড্রোয়েট মোবাইল ফোন নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
তাজবিন জাহানকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে পরিচিত একজন তার পরিবারের লোকজনের কাছে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করেন। এঘটনার পর তাজবিন জাহানের জ্ঞান ফিরলে তিনি ঘটনার বিবরণ দিয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের লক্ষন, গতিবিধি এবং তাদের সম্পর্কে ধারনা দিয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।