প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ২২:৫৩
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জেলা নির্বাচন কার্যালয়। গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান ও উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের একডজন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। শুভেচ্ছা পোস্টারের মাধ্যমে জানান দিয়েছেন নিজেদের প্রার্থীতা। যোগাযোগ রাখছেন কেন্দ্র ও জেলার নেতাদের সাথে। উঠান বৈঠকসহ বিভিন্ন আঙ্গিকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চায়ের দোকানে চলছে নানা আলোচনা সমালোচনা।কে হচ্ছেন হচ্ছেন নৌকার মাঝি?
নৌকার টিকিট পেতে যারা মাঠ চষে বেড়াচ্ছেন তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সদ্য প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেটের সহধর্মিনী উপজেলা মহিলা লীগের সভাপতি ও লোকমান ফকির মহিলা কলেজের সহকারী অধ্যাপক নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, নিকরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব সরকার,উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহিদ শামস হুমায়ুনসহ প্রায় এক ডজন মনোনয়ন প্রত্যাশী।
এদিকে বিএনপি দলীয়ভাবে কাউকে মনোনয়ন না দিলেও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু গণসংযোগ শুরু করেছেন। যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীদের সাথে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন আলাউদ্দিন মিয়া তুলা।
উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সহকারী অধ্যাপক নার্গিস বেগম জানান, আমার স্বামী উপজেলা পরিষদের দুই বার চেয়ারম্যান থাকা সময়ে মানুষের সেবামূলক কাজ ও সরকারের উন্নয়নমূলক কাজ করেছে। মানুষের খেদমত ও সরকারের উন্নয়নমূলক কাজ করার জন্য আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদে নির্বাচনী প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছি। আমি নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে আমার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।
আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ বলেন, আমি ইবরাহীম খাঁ কলেজের দুইবার ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভূঞাপুর পৌরসভার মেয়র ছিলাম। রাজনীতির পেছনেই আমার জীবন উৎসর্গ করেছি। সবসময় জনগনের খেদমত করেছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বাকিটা জীবন জনগনের সেবা করে যাবো।
সাহিনুল ইসলাম তরফদার বাদল বলেন, ছাত্র জীবন থেকেই দলের জন্য শ্রম দিয়ে আসছি। আওয়ামী লীগের দুঃসময়ে মাঠে থেকেছি। সকল আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছি। ভাইস চেয়ারম্যান থাকাকালীন জনগনের সুখ-দুঃখে পাশে থেকেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে, মনোনয়ন দেবে।
বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন, আমি বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবো।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান বলেন, ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন উত্তোলন ও দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। এ লক্ষ্যে ইতোমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।