https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দাফনের সাড়ে চার মাস পরেও কবরে অক্ষত নারীর মরদেহ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০:২০

শেয়ার করুনঃ
দাফনের সাড়ে চার মাস পরেও কবরে অক্ষত নারীর মরদেহ !

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাফনের সাড়ে চার মাস পর কবর থেকে অক্ষত অবস্থায় এক নারীর লাশ বেরিয়ে এসেছে। বুধবার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য আমবাজ আলীর পারিবারিক কবরস্থাানে অক্ষত লাশটির একাংশ দেখতে পান স্থাানীয়রা। 

জানা যায়, ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আমবাজ আলীর স্ত্রী ৪ মাস ১৬ দিন আগে মারা যান। তাকে পারিবারিক কবরস্থাানে দাফন করা হয়। সম্প্রতি ইউনিয়নটির কালজানি নদীর ভাঙ্গনে উক্ত কবরের একপাশ ধসে গিয়ে লাশের একাংশ বেড়িয়ে এলে এলাকার মানুষ অক্ষত অবস্থাায় লাশটি দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে লাশটি একনজর দেখতে উৎসুক জনতার ঢল নামে। পরে লাশটিকে পুনরায় দাফন করা হয়। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দাফনের কাজে নিয়োজিত লুৎফর রহমান জানান, লাশের গায়ে কোন দূর্গন্ধ ছিল না। কাফনের কাপড়েও পঁচন ধরেনি। আগের কাফনেই তাকে পুনরায় দাফন করা হয়েছে। এ রকম অক্ষত লাশ দেখে তিনি বিস্মিত। শিলখুড়ি ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ বলেন, দাফনের পর দীর্ঘদিন লাশ অক্ষত থাকার অলৌকিক ঘটনার কথা লোকমুখে শুনেছি। আজ নিজে এটার সাক্ষী হয়ে গেলাম। শুনেছি ওই নারী অত্যন্ত ধার্মিক, পরহেজগার ও দানশীল মহিলা ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদ নামাজ পড়তেন। তার কাছে সাহায্য চেয়ে কেউ কখনও নিরাশ হয়নি। তিনি নিশ্চিত করেছেন ওই নারীর নাম রেনুকা বেগম। 

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, এমনটা হওয়া বিজ্ঞান সম্মত নয়। সংরক্ষণমূলক ব্যবস্থা ছাড়া দাফনের ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রাকৃতিক নিয়মেই লাশ পঁচন ধরবে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি বুধবার দুপুরের পর পুনরায় অপর একটি পারিবারিক কবরস্থাানে দাফন করা হয়েছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন

পাওনা টাকা চাইতে গিয়ে ঝিনাইদহে প্রাণ গেল মুদি দোকানীর

পাওনা টাকা চাইতে গিয়ে ঝিনাইদহে প্রাণ গেল মুদি দোকানীর

ঝিনাইদহের সদর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়ে মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের তেনু মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাজী জানান, বাথপুকুরিয়া গ্রামের চাতাল শ্রমিক আসাদুল ও

বরিশালে রাজনৈতিক কুশপুত্তলিকায় স্কুলের নাম, থানা ঘেরাও

বরিশালে রাজনৈতিক কুশপুত্তলিকায় স্কুলের নাম, থানা ঘেরাও

বরিশাল সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  মঙ্গলবার দুপুরে নগরীর কাকলীর মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রথমে সেখানে একত্রিত হয়ে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং

খাগড়াছড়িতে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার

খাগড়াছড়িতে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের চন্দ্রকার্বারী পাড়ায় পুলিশের একটি সফল অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি। মঙ্গলবার দুপুরে অভিযানটি পরিচালনা করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে গঠিত একটি দল।  অভিযানের পূর্বে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ওই এলাকার জনৈক জগৎ মিত্র চাকমার পরিত্যক্ত একটি মাটির ঘরে কিছু সন্ত্রাসী অবস্থান করছে। তথ্য

 গাছের দাম নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে মায়ের মৃত্যু জামালপুরে

গাছের দাম নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে মায়ের মৃত্যু জামালপুরে

জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টি এলাকায় পারিবারিক দ্বন্দ্বের রক্তক্ষয়ী পরিণতিতে এক মায়ের প্রাণ ঝরে গেছে নিজেরই ছেলের হাতে। গাছ কাটাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের শিকার হন ৫০ বছর বয়সী মঞ্জিলা বেগম, যাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে তার বড়

নোয়াখালীতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

নোয়াখালীতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার এক যুবক বাবর হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১১। ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাবর নিখোঁজ ছিলেন ৯ এপ্রিল রাত থেকে। ওই রাতেই ভাড়া নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও ব্যর্থ হন। চারদিন পর ১১ এপ্রিল দুপুরে সদর উপজেলার কোম্পানিঘাট এলাকার একটি কবরস্থানের পাশে একটি সবজি