প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা- খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার (৮সেপ্টেম্বর) গভীর রাতে দৌলতদিয়া বরকত সরদার পাড়া সংগলগ্ন কেকেএস সেইফ হোম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-উত্তর দৌলতদিয়া গফুর মেম্বার পাড়ার মো. মিলন শেখের ছেলে মো. ফিরোজ শেখ (২৩) এবং হোসেন মন্ডলের পাড়ার মো. জুড়ান সরদারের ছেলে সাগর সরদার (১৯)। এসময় তাদের হেফাজতে থাকা একটি রামদা ও তিনটি ধারালো ছুরি জব্দ করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাছরুল আলম সঙ্গীয় ফোর্সসহ রাত আড়াইটার দিকে দৌলতদিয়া বরকত সরদার পাড়া সংগলগ্ন কেকেএস সেইফ হোমের পাশে ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছের বাগানের ভিতর অভিযান পরিচালনা করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ফিরোজ ও সাগর সরদারকে গ্রেফতার করে । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আরো ৯/১০ জন পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে তাদেরকে প্রেরণ করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক ৪জন ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে গ্রেফতারে অভিযান অব্যহত আছে।