প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ০:৪২
আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এড়াতে পারলো না মাদক কারবারীরা। প্রাইভেট কারের তেলের ট্যাংকিতে কৌশলে ফেন্সিডিল চালান করতে গিয়ে ধরা পড়ল বরিশাল মেট্রোপলিটন পুলিশের হাতে। ৯০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারীকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে আজ সন্ধ্যা ৬টায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর বিশ্বাসপাড়া ২ নং ওয়ার্ডস্থ পাঁকা ইউনিয়নের মোঃ জিন্নুর বিশ্বাসের ছেলে বেনজির বিশ্বাস (৪০), শিবগঞ্জ থানাধীন ৭ নং ওয়ার্ডের মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম বাবু (৩৫), বরিশাল জেলার কোতয়ালী মডেল থানাধীন ১৬নং ওয়ার্ড,ব্রাউন্ড কম্পাউন্ডের বাসিন্দা মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মাইনুল ইসলাম সিকদার ওরফে মনু (৪৫) এবং বানারীড়া থানাধীন সলিয়াবাকপুর গ্রামের মিয়া বাড়ীর মৃত হাচান আলীর ছেলে মাইনুদ্দিন মিয়া (৪৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট থানার এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় একটি চৌকস টিম ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি বাসস্ট্যান্ডে চেকপোস্ট অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি নীল রংয়ের প্রাইভেট কারযোগে রামপট্টি বাসষ্ট্যান্ড “পুলিশ চেকপোষ্ট” এ পৌছালে পুলিশের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলে মাদক কারবারীরা। পরে কৌশলী জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৌশলে রাখা ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারীরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা চাপাইনবাবগঞ্জ থেকে অবৈধ ফেন্সিডিল এনে বরিশাল শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে খুচরা ও পাইকারী বিক্রয় করতো এবং এদের কাজে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।