প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:২
নিখোঁজের ১২ দিন পর বরিশাল জিলা স্কুলের দশম শ্রেনীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে বরিশাল কোস্টগার্ড। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর কীর্তণখোলা নদীর দপদপিয়া এলাকা সংলগ্ন থেকে নদীতে ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে মরদেহটি নিখোজ হওয়া ফাহাদের মরদেহ বলে সনাক্ত করে।
কোস্টগার্ড বরিশাল অফিসের মাসুম বলেন, সকালে নদীতে ভাসতে দেখে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে স্বজনরা সংবাদ পেয়ে এসে লাশটি সনাক্ত করেন। ফাহাদের মামাতো ভাই বলেন, বরিশাল নগরীর গোড়া চাদ দাশ রোডের সুলতান মাহবুব বাদলের ছেলে বরিশাল জিলা স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র ফাহাদ গত ২৭ আগস্ট বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বরিশাল কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয়।
তিনি আরো বলেন ফাহাদ সাতার জানলেও হয়তো প্রবল স্রোতের কারনে জীবন মৃত্যুর লড়াইয়ে হেড়ে গিয়ে লাশ হতে হয়েছে।