প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ০:৩৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুর বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি রবিবার সকালে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৩য় ধাপের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহন করেন।এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক (প্রশাসন), উপ-মহাপরিচালক (অপারেশন), উপ-মহাপরিচালকসহ (প্রশিক্ষণ) সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।