প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ০:৫৩
কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুষ্টিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের আমির মন্ডলের ছেলে আবদুল হান্নান (৩২) ও একই গ্রামের পবনের ছেলে শাকিল (২১)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, আবদুল হান্নান হরিণারায়নপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের আমির মণ্ডলের ছেলে এবং শাকিল আহম্মেদ একই এলাকার পবন আলীর ছেলে। তিনি আবও জানান , ওই গ্রামের বক্কর কসাই নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন শাকিল।
বেশ কিছুক্ষণ পার হওয়ার পর শাকিলের কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে খুঁজতে সেপটিক ট্যাংকের ভিতরে নামেন রাজমিস্ত্রি আবদুল হান্নান। পরে তাদের সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা সেপটিক ট্যাংকের মধ্যে নেমে দেখেন দুজনই অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত দুজনকেই মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে শ্বাস নিতে না পারায় তাদের মৃত্যু হয়।