প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ২১:১০
সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় নেমে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন তুষার আহমেদ নামের ছাত্রলীগের এক নেতা। দুর্ঘটনায় আহত হওয়ার তিনদিন পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।
নিহত তুষার আহমেদ (২৬) উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের জুলফিকার আলী ভুট্টুর ছেলে। তিনি সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও তাড়াশ উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।এর আগে শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পেঙ্গুয়ারী পাগলা বাজার এলাকায় দুর্ঘটনায় আহত হন তুষার।বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পেঙ্গুয়ারী পাগলা বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় নামেন তুষার। মোটরসাইকেল চালানোর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তুষারের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার সঙ্গে অপর আরোহী বায়েজিদ হোসেন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৮ আগস্ট) দুপুরে দুর্ঘটনাস্থলের পাশের খাল থেকে স্বজনরা তুষারের বিচ্ছিন্ন পা উদ্ধার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।