
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ৭:২৪

এক মাস সিয়াম সাধনার পর রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই বেজে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবারই প্রথম মুক্ত পরিবেশে পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই বিশেষ ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে বর্তমান সরকার, যেখানে সুলতানি আমলের আদলে বিভিন্ন অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। ঈদের নামাজ শেষে বের হবে বর্ণাঢ্য র্যালি, বসবে ঈদ মেলা এবং আয়োজন করা হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।
