https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পর্যটকদের ভীড়ে মুখরিত কুয়াকাটা সৈকত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১:৫০

শেয়ার করুনঃ
পর্যটকদের ভীড়ে মুখরিত কুয়াকাটা সৈকত

শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে সোমবার যুক্ত হয়েছে জন্মাষ্টমীর বন্ধ। রোববারের একদিনের ছুটি নিয়েসাগরকন্যা কুয়াকাটায় চারদিনের লম্বা ভ্রমণে এসেছে পর্যটকরা। শুক্রবার শেষ বিকেলে কথা হয় বরিশালের জালকাঠি থেকে আসা পর্যটক রফিকুল ইসলামের সাথে।  তিনি জানালেন, স্ব-পরিবারে চারদিনের জন্য কুয়াকাটা এসেছেন। কুয়াকাটা সৈকতজুরে এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। 

করোনা মহামারিতে প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় কুয়াকাটা সৈকতে পর্যটকদের যেন মিলন মেলা বসেছে। মুক্ত হাওয়ায় একটু নিঃস্বাস নিতে পরিবার পরিজন নিয়ে দলে দলে ভ্রমণে এসেছে হাজার হাজার পর্যটক। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটার পর্যটনমুখী ব্যবসায়িদের মাঝে প্রান চাঞ্চল্যতা ফিরে এসেছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গত ১১ আগস্ট পর্যটন নগরী খুলে দেওয়ার পরপরই বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের আনাগোনা তেমন একটা ছিলোনা। তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে কুয়াকাটা সৈকতে নানা বয়সি পর্যটকরা এসে ভীড় জমিয়েছে। 

শুক্র ও শনিবার  দুই দিনের সাপ্তাহিক ছুটির সাথে যোগ হয়েছে সোমবারের জন্মাষ্টমীর ছুটি।  তাই একটু অবকাশ যাপনের জন্য সমুদ্রের পারে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের। হঠাৎ করে হাজারো পর্যটকদের আগমনে আবাসিক হোটেল মোটেল,ঝিনুক মার্কেট,খাবার হোটেলসহ পর্যটনমুখী ব্যবসায়িদের মুখে হাসি ফুটে উঠেছে। বেচাকেনার ধুম পরে গেছে। বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতেও ভীড় ছিল চোখে পড়ার মতো। উত্তাল সমুদ্রে গোসল হৈ হুল্লোড় আর দৌড়ঝাপ করে আনন্দ উপভোগ করেছেন পর্যটকরা। দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর পর্যটন নগরী খুলে দেওয়ায়  সমুদ্র সৈকতে এসে ঘরবন্দী মানুষগুলো যেন স্বস্তি ফিরে পেয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কুয়াকাটা সৈকতে শুটকি ব্যবসায়ী রুবেল বলেন, করোনা কালীন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লোকসানের পাল্লা ভারী হয়েছিল। পর্যটকদের সমাগম বাড়ার সাথে সাথে বিক্রিও বেড়েছে। একই  মন্তব্য করলেন সৈকতের ঝিনুক ব্যবসায়ী শাহিন খলিফা। 

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ মোতালেব শরীফ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আগত পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে। পর্যটকদের আগমন নিয়মিত থাকলে অচিরেই লোকসান কাটিয়ে উঠতে পারবে এমনটাই জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

জীবনের শেষ বয়সে পাপড় বিক্রির টাকায় সংসার চালান ফজলুল হক

জীবনের শেষ বয়সে পাপড় বিক্রির টাকায় সংসার চালান ফজলুল হক

জীবনের শেষ বয়সে এসে ও জীবন যুদ্ধে হার মানতে রাজি নয় প্রায় নব্বই বছরের ফজলুল হক। শীররের চামড়া গুলো টান ধরে শুকিয়ে গেছে। বয়সের ভাড়ে কমর বাঁকা হয়ে গেছে। এরপর ও নিজে কর্ম করে হালাল পথের আয় দিয়ে বাকি জীবন কাটাতে চায় ফজলুল হক। তাই দুই হাতে পাপড় এর বস্তা নিয়ে 'লাগবে না কি পাপড় এই যে লাগবে না কি

উত্তরার মাসকট প্লাজায় শেফ এভেনিউতে ‘বার্গার ব্যাশ’ এর জমকালো উদ্বোধন

উত্তরার মাসকট প্লাজায় শেফ এভেনিউতে ‘বার্গার ব্যাশ’ এর জমকালো উদ্বোধন

ঢাকার প্রাণকেন্দ্র উত্তরার মাসকট প্লাজায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন ফাস্টফুড রেস্টুরেন্ট ‘বার্গার ব্যাশ’। মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মোরশেদ আলমের মালিকানায় পরিচালিত এই রেস্টুরেন্টটি ভোজনপ্রেমীদের জন্য নতুন স্বাদের অভিজ্ঞতা এনে দেবে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খাদ্যপ্রেমী অতিথি ও রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা জানান, ‘বার্গার ব্যাশ’ আন্তর্জাতিক মানের সুস্বাদু বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচসহ নানা ফাস্টফুড আইটেম পরিবেশন করবে। গুণগত মান ও সাশ্রয়ী

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) গত কয়েক মাস ধরে লিবিয়ায় ছিলেন, তাদের জীবন ছিলো মানবপাচার চক্রের শিকার। হত্যার পর খুনিরা পরিবারের হোয়াটসঅ্যাপে তাদের ছবি পাঠিয়ে দেয়, যা দেখে স্বজনদের আহাজারি থামছে না। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। হৃদয়ের

কেমন কাটবে ২০২৫, যা বলছে আপানার জন্ম তারিখ?

কেমন কাটবে ২০২৫, যা বলছে আপানার জন্ম তারিখ?

বছর প্রায় শেষ। সারা বছর সুখ, দুঃখ মিলিয়ে কেটেছে প্রত্যেকের জীবন। নতুন বছরের অপেক্ষায় সবাই। প্রত্যেকেই জানতে চান ২০২৫ কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুসারেও ব্যক্তির ভবিষ্যত, প্রকৃতি, এবং ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। সংখ্যাতত্ত্ব অনুসারে, জন্ম তারিখের প্রতিটি সংখ্যা, মাস, এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে, সেটিই হল ব্যক্তির মূলাঙ্ক বা লাকি নম্বর। ধরা যাক, কোনও ব্যক্তি

ঠান্ডায় কাঁপছেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে!

ঠান্ডায় কাঁপছেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে!

বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছেন বর। সেই অবস্থাতেই মালাবদল হয়েছিল। কিন্তু তার পর এক সময়ে মণ্ডপের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন বর। এই দেখে আর এগোতে সাহস পাননি তরুণী। তৎক্ষণাৎ বিয়ে ভেঙে দিয়েছেন। তাঁর আশঙ্কা, বর অসুস্থ। কোনও অসুখের কথা তাঁর কাছে গোপন করা হয়েছে, বিয়ের মণ্ডপে দাঁড়িয়েই সেই আশঙ্কা প্রকাশ করেন কনে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে