জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এদিন বিক্ষুব্ধরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মানববন্ধনে অংশ নিয়ে বাবুর গ্রেফতার ও বিচারের দাবিতে স্লোগান দেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মাহমুদুল আলম বাবুর অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধুরপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ। বাবুর বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ থাকলেও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
তারা অভিযোগ করেন, বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, শালিসি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল।
নাদিম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও মামলার প্রধান আসামি বাবুকে গ্রেফতার না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা দ্রুত বাবুকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।
নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, 'খুনি বাবু আবার ইউনিয়ন পরিষদে ফিরে আসবে শুনে মানুষ ক্ষুব্ধ হয়েছে। আমরা এর ন্যায়বিচার চাই। হত্যাকারীর কোনো অবস্থান থাকতে পারে না।'
এদিকে, সাংবাদিক নাদিমের মেয়ে জান্নাত বলেন, 'আমার বাবার হত্যাকারী হয়ে কিভাবে বাবু চেয়ারম্যানের পদ ফিরে পেতে পারে, তা আমাদের বোধগম্য নয়। তিন দিনের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে আমরা এলাকাবাসীকে নিয়ে আরও বড় আন্দোলনে যাব।'
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে দুর্বৃত্তরা সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরদিন ১৫ জুন তিনি মারা যান।