রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চর কুশাহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর, ১২টি গরু ও ১১ মণ ধান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. ইসলাম মোল্লার বাড়িতে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায়, তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ১৪টি গরুর মধ্যে ১২টি মারা গেছে। ঘরের সমস্ত আসবাবপত্র, চাল ও সংসারের অন্যান্য জিনিসপত্র পুড়ে ধ্বংস হয়েছে।
ইসলাম মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার সব কিছু শেষ হয়ে গেছে। কোথায় থাকব, কী খাব, কিছুই জানি না। শুধু পরনের কাপড়টুকু বেঁচেছে।" তিনি জানান, তার প্রায় ১০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফুল খাঁ বলেন, "মশার কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।" তবে আনুষ্ঠানিকভাবে কারণ জানাতে ফায়ার সার্ভিসের তদন্তের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।
এলাকাটি পদ্মা নদীর বিচ্ছিন্ন চর হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি। ফলে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, "ক্ষয়ক্ষতির বিষয়টি দুঃখজনক। আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তা দেব।" তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে বিষয়টি জানিয়েছেন বলেও জানান।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তবে সরকারি পর্যায়ে আরও জরুরি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। ইসলাম মোল্লার পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।