প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ৩:৫৫
রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের চরাঞ্চলে ৩৬ টি অসহায় হিন্দু পরিবারের মধ্যে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রবিবার (২২ আগষ্ট) বেলা ১১ টার দিকে বস্ত্র হিসাবে শাড়ী,লুঙ্গি বিতরণ করা হয়। জানা যায়, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়ার উদ্যোগে তাঁর বন্ধু ফারাহ কবিরের সৌজন্যে এ বস্ত্র বিতরণ করা হয়।
এ ব্যাপারে সিরাজ খাঁর পাড়ার শ্যামল বিশ্বাস বলেন, আমাদের এলাকায় যারা গরিব অসহায় খেটে খাওয়া মানুষ আছে, দুর্গাপূজার আগে তারা নতুন লুঙ্গি এবং শাড়ি হাতে পেয়ে অনেক খুশি হয়েছে। পূজার আগে কেউ হিন্দুদের এ ধরনের সাহায্য করে না, সাবেক উপজেলা চেয়ারম্যান হালিম ভাইয়ের বন্ধুর জন্য এ সাহায্যে পেয়ে ভালো লাগছে।
দৌলতদিয়ার সুর্য ফকিরের পাড়া (হিন্দুপাড়ায়) ৮টি পরিবারকে, সিরাজখাঁন পাড়া কালিবাড়ী সংলগ্ন ( হিন্দুপাড়ায়) ২০ টি পরিবার, দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা হিন্দু পাড়ায় ৩টি পরিবার এবং শচীন ঘোষের পাড়ায় ৫টি পরিবারকে মোট ৩৬ টি পরিবারের মধ্যে এ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণের তত্ত্বাবধানে ছিলেন গোয়ালন্দের অরুন রাহা এবং জীবন চক্রবর্তী (শিক্ষক) গোয়ালন্দ প্রপার হাই ষ্কুল।