প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:২৫
নোয়াখালীর বেগমগঞ্জে আন-নূর ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ছয়ানী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারী হাফেজরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলা প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের হাফেজগণ কোরআনের বিভিন্ন অংশ থেকে বিশুদ্ধ ও সুন্দর উচ্চারণে তেলাওয়াত করেন। তাদের মধুর কণ্ঠে পবিত্র আয়াত শুনে উপস্থিত বিচারকমণ্ডলী ও দর্শকরা অভিভূত হন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শায়খ আহমাদ বিন ইউছুফ আযহারীর কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মতিঝিল মিছবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান। তিনি কোরআনের তেলাওয়াত ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে কুরআন মুখস্থ ও যথাযথ উচ্চারণে তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেন।
আন-নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বলেন, পবিত্র কোরআনের হাফেজদের সম্মান জানানো এবং কোরআনের শিক্ষা ও অনুসরণে উৎসাহিত করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আগামীতেও কোরআনের আলো ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কবি ও শিল্পী মুহিব খান, গ্র্যান্ড ফিনালের আহবায়ক মোহাম্মদ ইয়াকুব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। তারা কোরআনের গুরুত্ব ও শিক্ষার উপর বক্তৃতা প্রদান করেন এবং প্রতিযোগিতার সফলতার প্রশংসা করেন।
পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের উৎসাহিত করে অনুষ্ঠান সফলতার সাথে শেষ হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে কোরআন মুখস্থের আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা পবিত্র কোরআনের শিক্ষা জীবনের সঙ্গে নিয়মিত অনুসরণ করবে বলে আশা প্রকাশ করা হয়।