প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ২০:৫৭
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর সভার ৯টি ওয়ার্ডে বাসাবাড়িতে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল ১১টায় পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, পৌরবাসীর দীর্ঘ ২২ বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকায় সাড়ে ১৭ কিলোমিটার পানির লাইন স্থাপন করেছি। আজ তার একটি লাইন উম্মচন করা হলো।তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে ৯টি ওয়ার্ডের সকল নাগরিক এই সুবিধা ভোগ করতে পারবে। এরজন্য পৌর নাগরিককে নির্ধারিত ফরমের মাধ্যমে পৌরসভায় আবেদন করার আহবান জানান তিনি।
এসময় হাকিমপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস এম রায়হান হোসেন,পৌর প্রকৌশলী আ: রাজ্জাক, হাকিমপুর পৌর আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।