নওগাঁর আত্রাই উপজেলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ আলীর (৪৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গুড়নই বাজারে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজাদ আলীর সঙ্গে পার্শবর্তী গুড়নই গ্রামের আব্দুলের ছেলে হিমেলদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরেই বৃহস্পতিবার সন্ধ্যায় গুড়নই বাজারের একটি চা স্টলে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অতর্কিতে আজাদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার ঘটনার পর আজাদের ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে এবং রাতেই অভিযান চালিয়ে গুড়নই গ্রামের গোলাপ (৫৫) নামের একজন আসামিকে গ্রেপ্তার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হামলার ঘটনার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এদিকে হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নিন্দা ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক বিরোধের পাশাপাশি জমি সংক্রান্ত ব্যক্তিগত শত্রুতিও এই হামলার অন্যতম কারণ হতে পারে।