গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি অচল পোশাক কারখানায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালামপুর এলাকায় অবস্থিত ‘ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড’ নামের কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে কারখানাটি প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল। এই সুযোগে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রাতের অন্ধকারে কারখানায় প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং গ্রিল কেটে কারখানার ভিতরে ঢুকে পড়ে।
ডাকাতরা কারখানা থেকে ১২টি উন্নতমানের সেলাই মেশিন, দুটি ল্যাপটপ, সিসিটিভি মনিটর, বিদেশি বায়ারদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক তারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। নিরাপত্তাকর্মীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, তদন্ত ওসি জাফর আলী ও অপারেশন ওসি যোবায়েরের নেতৃত্বে একটি পুলিশ দল সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তারা কারখানার আশপাশের এলাকা পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
কারখানার মালিক মোহাম্মদ ইউসুফ খান বলেন, “দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কারখানাটিতে রাতের আঁধারে সশস্ত্র ডাকাতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। প্রায় ২৫ লাখ টাকার মালামাল ডাকাতরা নিয়ে গেছে। আমরা এ ঘটনায় আইনি ব্যবস্থা নিচ্ছি।”
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ডাকাতি বলেই ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।”
তিনি আরও জানান, কারখানার আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এছাড়া যারা এই ঘটনায় জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশ নানা ধরনের প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকলেও মাঝে মাঝে কেউ কেউ সেখানে যাওয়া-আসা করতো। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ বলছে, এ ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং অচিরেই এ ঘটনার রহস্য উদঘাটন হবে বলে তারা আশাবাদী।