প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১:৩৭
দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ১০ মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী মাহাবুব(৩৫)কে ২ কেজি গাঁজাসহ আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে (উপ-পরিদর্শক) মোঃ সালাউদ্দিন শামীম এবং (সহকারী উপ-পরিদর্শক) মোঃ মশিউর রহমান ও মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় একাধিক মাদক বিরোধী অভিযান চালিয়ে দেবীদ্বার থানার ইউসুফপুর মৎস্য প্রজেক্টের পাশে। কুমিল্লা-সিলেট মহাসড়কে মাদক নিয়ে যাওয়ার সময়, ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী, বাংগরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের আব্দুর রহিম মিয়ার পুত্র মোঃ মাহবুবুর রহমান মাহবুব (৩৫) ও একইসাথে বাংগরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের হাজী আব্দুল হকের পুত্র এমদাদুল হক জুলহাস (৪২)কে আটক করে দেবীদ্বার থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মাহবুবুর রহমান মাহবুব(৩৫)'র বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতরা যতই শক্তিশালী হোক, কখনো ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।