প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১৮:৩০
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম দক্ষিণপাড়া নতুন মসজিদ থেকে ছোটডাংঙ্গাপাড়া যাওয়ার একমাত্র রাস্তায় ঝুঁকিপূর্ণ কালভার্টের উপর দিয়ে শত শত মানুষ চলাচল করছে। কালভার্টটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ঝরাজীর্ণ কালভার্টটি মানুষ পারাপারের বদলে প্রতিনিয়ত ভীতি ছড়াচ্ছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। দুটি গ্রামের পারাপারের একমাত্র রাস্তা হওয়ায় মানুষকে ঝুঁকি নিয়েই পার হতে হয় কালভার্টটি।
জানাগেছে, উপজেলার ছোটডাংঙ্গাপাড়া থেকে বৈগ্রাম যাওয়ার প্রধান সড়ক এটি। বৈগ্রাম দক্ষিণপাড়া নতুন জামে মসজিদের সামনে সড়কে নির্মিত কালভার্টটির দীর্ঘ দিন ধরে ঢালাই নেই, আছে শুধু রড। যেখান দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার লোক যাতায়াত করে। কালভার্ট পারাপারে প্রতিনিয়তই তারা বিপদে পড়ছেন। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও বয়স্ক লোক।
স্থানীয় বকুল মিয়া ও মাসুদ রানা জানান, বৈগ্রাম টু ছোট ডাংঙ্গাপাড়া যাতায়াতের এটিই একমাত্র রাস্তা। প্রতিদিন মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান নিয়ে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরাও এই কালভার্ট দিয়ে পাড় হয়ে ঠিকমত মসজিদে যেতে পারেন না। বিশেষ করে বর্ষার দিনে দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে কালভার্টের এমন অবস্থার কারণে দুই গ্রামের বাসিন্দাদের ভোগান্তি চরমে।
বোয়ালদাড় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছদরুল ইসলাম জানান, অনেক বছর আগে কালভার্টটি নির্মাণ করা হয়। ক’বছর আগে এর ঢালাই ঝরে পড়া শুরু হয়। ফলে দিন দিন ঝুঁকি বাড়ছেই। এতে এলাকার মানুষের দুর্ভোগ বাড়ছে। তাই কালভার্টটি সংস্কারের জন্য ইতিমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কে অবগত করা হয়েছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব নতুন কালভার্ট তৈরি করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।
এবিষয়ে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন জানান। বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সদরুল ইসলামসহ ওই গ্রামের লোকজন আমাকে কালভার্টের বিষয়টি অবগত করেছেন। সত্যি এটি একটি মরণফাঁদ। আমি জানার পরে ইতোমধ্যে উপজেলা প্রকৌশলীকে টেন্ডারের মাধ্যমে নতুন করে কালভার্টটি নির্মাণের জন্য বলা হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে বলে আশা করছি।