প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ২১:৫৬
দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিন শত এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের কতৃপক্ষ।দিবসটি উপলক্ষে সকালে হিলি পানামা পোর্টে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনির্মিত এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১১টায় পানামা পোর্ট চত্বরে আলোচনা সভা, মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোরআন খতোম ও বঙ্গবন্ধু ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিচালক নেপাল কুমার চক্রবর্তী, সহকারী ব্যবস্হাপক অসিত কুমার, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, স্হানীয় প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে। আলোচনা সভা শেষে প্রায় তিনশত এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছেন পানামা পোর্ট কতৃপক্ষ।