প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ২৩:৭
বরিশালে নয় মাসের বকেয়া বেতন আদায়, ৮ ঘণ্টা শ্রমঘণ্টা নির্ধারণ ও শ্রম আইন অনুযায়ী মজুরী প্রদানসহ ৬ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল সোনারগাঁও টেক্সটাইলস্ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক গাজী মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ-এর জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবতী, নুরুল হক হাওলাদার, মাসুম গাজী, হারুন শরীফ ও মোশারেফ হোসেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বকেয়া বেতনের দাবিতে আন্দোলন-সংগ্রামের পর চলতি বছরের ২৪ মার্চ প্রশাসনের উর্ধ্বতন মহলের সাথে বৈঠকের মাধ্যমে পুনরায় সোনারগাঁও টেক্সটাইলস্ মিল চালু হয়। তখন এক মাসের বকেয়া বেতন ও মিল চালু হওয়ার পর সেই মাসের শেষ সপ্তাহে আরো এক মাসের বেতন প্রদান করা হয়। পরে তিন মাসের বকেয়া টাকা পর্যায়ক্রমে প্রতি মাসের বেতনের সঙ্গে পরিশোধের অঙ্গীকার করলে তা পরিশোধ করেনি। তাই আগামী ১৭ আগস্টের মধ্যে শ্রমিক-কর্মচারীদের ৬ দফা দাবি না মানলে লাগাতার কর্মবিরতি পালন করবে সোনারগাঁও টেক্সটাইলস্ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।