প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ২৩:৩৮
নওগাঁর ধামইরহাট পৌরসভায় ১১টি প্যাকেজের মাধ্যমে উন্নয়নমূলক কাজ চলছে। এলাকায় রাস্তা পাকাকরণ,ইট বিছানো ও অনেক ছোট বড় ড্রেন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এতে এলাকার মানুষের অনেক দূর্ভোগ লাঘব হবে।
ধামইরহাট পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার নিজস্ব তহবিল থেকে বার্ষিক উন্নয়ন প্রকল্পের অধীনে ৯টি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য দরপত্র আহবান করা হয়। সকল প্রক্রিয়া শেষে বর্তমানে ৯টি ওয়ার্ডে ১১টি প্যাকেজের মাধ্যমে রাস্তা পাকা ও এইচবিবিকরণ,ছোট বড় ড্রেন এবং ক্রস ড্রেন নির্মাণ চলছে। এতে করে এলাকায় মানুষের অনেক দূর্ভোগ লাঘব হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ৬নং ওয়ার্ডের খয়েরডাঙ্গা গ্রামে মসজিদের যাওয়ার মাটির রাস্তাটির এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মু্িক্তযোদ্ধা মো.আব্দুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো.ওমর ফারুক,ঠিকাদার মামুনুর রশীদ,জাহাঙ্গীর আলম,ওবায়দুল ইসলাম প্রমুখ।
এব্যাপারে ৬নং ওয়ার্ডের উত্তর চকযদু খয়েরডাঙ্গা গ্রামের আজিজুল হক বলেন,আমাদের গ্রামের মসজিদে যাওয়ার রাস্তা কাঁচা থাকায় বর্ষায় বেশ কষ্ট করতে হয়। বর্তমান মেয়র ও কাউন্সিলয়ের চেষ্টা ওই রাস্তাটি এইচবিবি করণ করা হচ্ছে। এতে সহজে এবং দূর্ভোগ ছাড়াই মুসল্লিরা মসজিদে যেতে পারবে।
এছাড়া মসজদি সংলগ্ন একটি ড্রেনও নির্মাণ হচ্ছে। আমরা সবাই খুশি। ধামইরহাট পৌরসভার মেয়র মো.আমিনুর রহমান বলেন,এক সঙ্গে পৌরসভার সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়।
তারপরও জনগণের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আগে হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করা হবে।