প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ২:৫৬
সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় সদ্য বিবাহ হওয়া নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন কুষ্টিয়া জেলার বাসিন্দা।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদুৎ ডেন্ডাবর এলাকার আলমগীর বয়াতির বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে দু,জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোঃ টুটুল (২৭) কুষ্টিয়া জেলার কুমারখালি থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে। এবং তার সদ্য বিবাহিত স্ত্রী মারিয়া খাতুন (১৫) একই জেলার ইসলামি ইউনিভার্সিটি এলাকার বড় রাধানগড় গ্রামের বাদল আলির মেয়ে। নিহত টুটুলের আগের একটি স্ত্রী ও দুই সন্তান ছিলো।
পুলিশ জানায়, বিকালে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনা স্থলে এসে সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল্লাহ ইনিউজ ৭১কে বলেন, নিহত মারিয়া নিখোঁজ ছিল, তার বাবা বাদল আলি গত ২২ জুন মেয়ে নিখোঁজের ঘটনায় ২৪ জুন কুষ্টিয়ার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ধারনা করা যাচ্ছে তারা কুষ্টিয়া থেকে পালিয়ে আশুলিয়ায় এসে বিয়ে করেন। আর ঘটনাটি এখন পর্যন্ত আত্নহত্যা বলে মনে হচ্ছে। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হবে।