প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ২:৫০
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফি কমানোর দাবিতে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচির পর তাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার সকালে আন্দোলনে নেতৃত্বদানকারীরা বাসায় ফেরার সময় তাদের ওপর হামলা হয়। এতে আহত হয়েছেন তিন শিক্ষার্থী।
হামলার শিকার হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র বিজন সিকদার জানান, করোনাকালে যেখানে একটা ক্লাসও হয়নি সেখানে সেমিনার ফি, পরিবহন ফি ও ছাত্র সংসদ ফি অন্তর্ভুক্ত করা হয়েছে ফরম ফিলাপে।
সেই ফি মওকুফের দাবিতে বিক্ষোভ কর্মসূচির মধ্যেই কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসি। সে সময় কলেজ অধ্যক্ষ আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আন্দোলনে তাদের ফি কমিয়ে দেয়ার কথা বললে আমরা সেটা প্রত্যাখ্যান করে সবার ফি কমানোর দাবি জানাই।
পরে কর্তৃপক্ষ ৬০০ টাকা ফি কমানোর আশ্বাস দেন। আমরা আন্দোলন প্রত্যাহার করার পর আড়াইটার দিকে কলেজের ফার্স্ট গেট (শতবর্ষী গেট) থেকে বের হওয়ার সময় ছাত্রলীগ পরিচয়ধারী ২০/২৫ জন আমাদের ওপর হামলা চালায়।
‘প্রথমে বাংলা বিভাগের আসাদুজ্জামানকে ব্যাপক মারধর করে। এরপর ওরা আমাকে মারধর শুরু করে। এক ছাত্রীসহ আমাদের তিনজনকে মারধর করেছে ওরা। এ সময় অনেক শিক্ষার্থী দাঁড়ানো ছিল। তারা বিষয়টি দেখেছে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি সঙ্গে সঙ্গে কলেজ অধ্যক্ষকে জানাই। কিন্তু তিনি ঘটনাস্থলে এলেও কোনো ব্যবস্থা না নিয়ে আমাদের বাড়ি চলে যেতে বলেন।’
কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, ঘটনা জানার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সেখানে তখন হামলার শিকার ছাত্ররা ছিল। অন্য কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।